একজন মহিলা রোগীর Colon Growth অপারেশন ESD পদ্ধতিতে সফলভাবে সম্পন্ন

একজন মহিলা রোগীর Colon Growth অপারেশন ESD (Endoscopic Submucosal Dissection) পদ্ধতিতে সফলভাবে সম্পন্ন

 

একজন মহিলা রোগী, যার বাড়ি রংপুরে, বেশ কয়েক মাস ধরে পায়খানার সঙ্গে রক্ত যাওয়ার সমস্যায় ভুগছিলেন। শুরুতে রংপুরের বিভিন্ন চিকিৎসকের পরামর্শে তাকে পাইলসের চিকিৎসা দেওয়া হয়। এমনকি, একজন চিকিৎসক পাইলস অপারেশনও করেন। কিন্তু অপারেশনের সময়ই চিকিৎসক বুঝতে পারেন, সেখানে একটি অস্বাভাবিক গ্রোথ (growth) রয়েছে। তখন সেই গ্রোথ থেকে টিস্যু নিয়ে Histopathology টেস্ট করা হয়। রিপোর্টে High Grade Dysplasia পাওয়া যায়, যা ভবিষ্যতে ক্যান্সারে রূপ নিতে পারে।

 

রিপোর্ট পাওয়ার পর রোগীকে ঢাকায় পাঠানো হয়, যেখানে দেশের খ্যাতনামা কয়েকজন চিকিৎসক তাকে দেখেন। তাঁরা রোগীকে Colonoscopy করার পরামর্শ দেন এবং জানান যে গ্রোথটি অপসারণের জন্য Laparotomy (পেট কেটে বড় ধরনের অপারেশন) লাগতে পারে। এতে রোগী তার পরিবার বেশ দুশ্চিন্তায় পড়ে যায়।

 

এরপর রোগী ইডেন মাল্টিকেয়ার হাসপাতালের ডা. মাশফিক আহম্মেদ ভূঁঞা স্যারের চেম্বারে আসেন। স্যার Colonoscopy করেন এবং গ্রোথটি সরাসরি দেখেন। রোগী তার পরিবারকেও গ্রোথটি দেখানো হয়। তারা বিষয়টি নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়েন।

 

তবে ডা. মাশফিক আহম্মেদ ভূঁঞা স্যার রোগীকে আশ্বস্ত করেন যে, এই গ্রোথ অপসারণের জন্য পেট কাটার কোনো প্রয়োজন নেই। তিনি জানান, এটি আমরা অত্যাধুনিক এবং নতুন প্রযুক্তি ESD (Endoscopic Submucosal Dissection) পদ্ধতিতে অপসারণ করতে পারি।

 

ESD টেকনিকের কিছু গুরুত্বপূর্ণ সুবিধা:

পেট কাটতে হয় না
ব্যথা অনেক কম
রোগীকে দীর্ঘদিন হাসপাতালে থাকতে হয় না
জটিলতা অনেক কম

বড় ধরনের সার্জারি প্রয়োজন নেই
দ্রুত স্বাভাবিক জীবনে ফেরা সম্ভব

 

 

রোগী বিষয়টি বুঝে আমাদের ওপর আস্থা রাখেন এবং অপারেশনের অনুমতি দেন। অপারেশনটি প্রায় ঘণ্টা সময় নিয়ে সফলভাবে সম্পন্ন করা হয়।

 

অপারেশনের পর রোগীর কোনো জটিলতা হয়নি। রোগী তার পরিবার অভিভূত যে যেখানে সাধারণত এধরনের অপারেশনের জন্য সপ্তাহ বা তারও বেশি সময় হাসপাতালে থাকতে হয়, সেখানে এখানে রোগীকে দীর্ঘ সময় হাসপাতালে থাকতে হয়নি এবং কোনো কাটা-ছেঁড়াও লাগেনি।

 

এটি ছিল এক সফল উল্লেখযোগ্য ESD (Endoscopic Submucosal Dissection) কেস, যা বাংলাদেশে এখনো তুলনামূলকভাবে নতুন পদ্ধতি। আমরা গর্বিত যে আমাদের হাসপাতালে এই আধুনিক চিকিৎসা সেবা দিয়ে রোগীদের স্বস্তি সুস্থতা নিশ্চিত করতে পারছি।

আমরা গর্বিত যে ইডেন মাল্টিকেয়ার হাসপাতাল এই উন্নতমানের চিকিৎসা দেশের মানুষের কাছে পৌঁছে দিতে পারছে।

 

বিশ্বের প্রথম আন্তর্জাতিক ব্যথা মুক্ত কোলনস্কপি বইয়ের লেখক

ডাঃ মাশফিক আহমেদ ভূঁঞা
এমবিবিএস (ঢামেক), বিসিএস (স্বাস্থ্য)
এফসিপিএস (সার্জারী), এফ.এ.সি.এস, এফ.এম.এ.এস
সহকারী অধ্যাপক
সার্জিক্যাল গ্যাস্ট্রো এন্টারোলজি
ল্যাপারোস্কপিক এন্ড ইন্টারভেনশন এন্ডোস্কোপিক সার্জন
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা
চেম্বারঃ
ইডেন মাল্টিকেয়ার হাসপাতাল, ঢাকা
স্পেশালাইজড ইন্টারভেনশন এন্ডোস্কোপি ইউনিট
ধানমন্ডি, ঢাকা-১২০৯
ফোনঃ ০১৩১০১১৭৪০৬,০১৩১৭৭১১০৫৯, ০১৯৩৬৪২৭০০২

 

Click to Chat
Scroll to Top