ELSA OP 2023 DHAKA MEDICAL COLLEGE

এশিয়ার সার্জনদের সবচেয়ে মর্যাদাপূর্ণ সংগঠন, এন্ডো-ল্যাপারোস্কোপিক সার্জন এশিয়া(ELSA) কর্তৃক আয়োজিত প্রোগ্রাম ব্যাসিক ল্যাপারোস্কোপিক এন্ড ব্যাসিক এন্ডোস্কোপি ট্রেনিং অনুষ্ঠিত হয় ELSA OP 2023 ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। প্রোগ্রাম course director হিসেবে ছিলেন ELSA এর মহাসচিব Prof. Dr. Davide Lomanto স্যার, আরো উপস্থিত ছিলেন prof.Dr. Sardar A Nayeem sir স্যার, Prof.Dr. A H M. Towhidul Alam স্যার এবং prof.Dr.Salma sultana ম্যাডাম।
course co-ordinatore হিসেবে ছিলেন prof.Dr.A.Z.M Mahfuzur Rahman স্যার,ও আমাদের সকলের প্রিয় Dr.Masfique ahmed bhuiyan স্যার । ইন্টারন্যাশনাল ফেকাল্টি হিসেবে ছিলেন Dr. Ray Sarmiento ও Dr. Arlyn R. Canones এবং বাংলাদেশ থেকে একমাত্র ইন্টারন্যাশনাল ফেকাল্টি হিসেবে ছিলেন আন্তর্জাতিকভাবে প্রকাশিত কলোনোস্কোপি বইয়ের লেখক Dr. Masfique Ahmed Bhuiyan স্যার

ELSA OP 2023 ঢাকা মেডিকেল কলেজ program এ Course Co-ordinator ও বাংলাদেশ থেকে একমাত্র ইন্টারন্যাশনাল ফেকাল্টি হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে প্রোগ্রাম সম্পূর্ণ করার জন্য আমাদের সকলের প্রিয় ডাঃ মাশফিক আহমেদ ভুঁইয়া স্যার কে জানাই আন্তরিক

অভিনন্দন ও শুভেচ্ছা
k    
Click to Chat
Scroll to Top