রাত ১ টা বাজে স্বর্ণ উদ্ধার ! কি অবাক লাগছে বিষয় টা ?
তাহলে আসুন জেনে নেই রাত ১ টা বাজে স্বর্ণ উদ্ধারের সেই ঘটনাটি ।
গতকাল রাত ১২ টা বাজে হঠাৎ একটা কল আসে। কল লাইনের বিপরীতে থাকা লোকটি আমাদের জানায় ২ বছরের বাচ্চা রাত ৮ টায় দিকে স্বর্ণের চেইন গিলে ফেলেছে । তারপর তিনি একটা স্থানীয় হাসপাতালে যায় এবং x-ray করায়। X-ray তে দেখা যায় স্বর্ণের চেইনটি পাকস্থলীতে (stomach) আটকে আছে। এমতাবস্থায় ডাক্তার অপেক্ষা করার পরামর্শ দেন । তিনি অপেক্ষা না করে দ্রুত চেইনটি বের করে ফেলার সিধান্ত নেন।তারপর তিনি ঢাকার বড় বড় হাসপাতাল গুলোতে যোগাযোগ করেন কিন্ত কোথাও ইমার্জেন্সি ভাবে বের করে দেওয়ার ব্যবস্থা না থাকায় তিনি চিন্তিত হয়ে পরেন এবং পরবর্তিতে তার রিলিটিভ ডাক্তার এর কাছে জানতে পারে বাংলাদেশের একমাত্র ২৪ ঘন্টা ইমারজেন্সি এন্ডোস্কোপি প্রসিডিওর হয় আমাদের স্পেশালাইজড ইন্টারভেনশন এন্ডোস্কোপি ইউনিট সেন্টারে । তার পর আমাদের সাথে যোগাযোগ করে । এইসব আমাদের জানানোর পর আমরা বাচ্চাকে নিয়ে আসতে বলি আমাদের সেন্টারে । তারপর আমরা বাংলাদেশের একমাত্র ২৪ ঘন্টা ইমার্জেন্সি এন্ডোস্কোপি সেন্টারে রাত ১ টার সময় ইমার্জেন্সি এন্ডোস্কোপি করে স্বর্ণের চেইনটি সফলভাবে বের করে দেই।
ইমারজেন্সী এন্ডোস্কপি ইআরসিপি ব্যথামুক্ত কোলনস্কপি এবং সকল ধরনের ল্যাপারোস্কপির একমাত্র বিশেষায়িত ইউনিট।
স্পেশালাইজ ইন্টারভেনশন এন্ডোস্কপি ইউনিট DR.MASFIQUE AHMED BHUIYAN MBBS (DMC), FCPS (Surgery) FACS FMAS Laparoscopic And Intervention Endoscopic Surgeon Department of Surgery, Dhaka Medical College Hospital MEMBERS OF SAGES (Society of American Gastrointestinal and Endoscopic Surgeon) WEO (World Endoscopy Organisation) ELSA (Endo-Laparoscopy Society Asia) AMASI (Association of Minimal Access Surgeons of India) SELSB (Society of Endo-Laparoscopic Surgeons of Bangladesh) SOSB (Society of surgeons of Bangladesh) SPECIALIZED INTERVENTION ENDOSCOPY UNIT Health and hope Hospital 4th Floor, 152/2/g Green Road, Phanthopoth, Dhaka-1205, Bangladesh Phune Number : 01310117406, 01317711059.019.36427002