পলিপ ছোট থেকে বড় ধীরে ধীরে ক্যান্সারে পরিণত হয় এবং পরবর্তীতে মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় কিভাবে পলিপ ক্যান্সারে রুপান্তরিত হয়, সকল ক্যান্সার পলিপ থেকে হয়। কিন্তু সকল পলিপ ক্যান্সার হয় না ।
সাধারনত পলিপ থেকেই ক্যান্সার হয়
স্ক্রিনিং কোলনস্কপি এর মাধ্যমে প্রাথমিক পর্যায়ে পলিপ সনাক্ত করা যায় এবংবিশেষ সার্জারীর মাধ্যমে তা কেটে ফেলে যায়। আর এভাবেই পলিপকাটার মাধ্যমে ক্যান্সার প্রতিরোধ সম্ভব।
