Articles & Publications

Dozen of articles. Improve your lifestyle now!

#পিত্তথলির_পাথর_আসলে_কী?কেন হয় ?পিত্তথলির পাথর হলে করনীয় কি?কাদের বেশি হয়?#চিকিৎসা_কি?ডাঃ মাশফিক

#পিত্তথলির_পাথর_আসলে_কী? কেন হয় ? পিত্তথলির পাথর হলে করনীয় কি?কাদের বেশি হয়??#চিকিৎসা_কি? পিত্তথলির পাথর পিত্তথলির পাথর আসলে কী?

খাবার হজমের জন্য প্রয়োজনীয় পিত্তরস জমা রাখতে যকৃতের তলার দিকে থাকে পিওঘলি। নানা কারণে এই পিত্তথলিতে বিলিরুবিন, কোলেস্টেরল বা ক্যালসিয়াম জাতীয় পদার্থ অতিরিক জমে গিয়ে পাথর সৃষ্টি করে পাথরগুলো বলুকণা আকৃতি থেকে মটরদানা বা তার চেয়েও বড় হতে পারে।

কাদের বেশি হয়?

হরমোনজনিত কারণে পুরুষের তুলনায় নারীদের ক্ষেত্রে পিত্তথলির পাথর তৈরী হওয়ার প্রবণতা বেশি থাকে। এছাড়াও ঝুঁকি বৃদ্ধিতে নিম্নোক্ত বিষয়গুলো ভূমিকা রাখতে পারে- *স্থূলতা বা অতিরিক্ত ওজন *চল্লিশোর্ধ বয়স *ডায়াবেটিস *অতিরিক চর্বিজাতীয় খাদ্য গ্রহণ “দীর্ঘদিন জন্মনিয়ন্ত্রণ পিল খাওয়ার অভ্যাস *অতি দ্রুত ওজন কমিয়ে ফেলার চেষ্টা

কীভাবে বুঝবেন?

পিত্তথলিতে পাথর হলে সাধারণত নিচের রোগলক্ষণগুলো দেখা যায়, *পেটের ওপরের দিকে বা ডান পাঁজরের নিচে ব্যাথা হওয়া *ব্যথা পিঠ বা কাঁধের দিকে ছড়িয়ে পড়া। বদহজম ও পেটফাঁপা *বমি বা বমিভাব হওয়া *পাথর পিত্তনালীতে আটকে গেলে জসি দেখা যেতে পারে উল্লিখিত লক্ষণ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ অনুসারে পেটের আল্ট্রাসনোগ্রাম পরীক্ষার মাধ্যমে পিত্তথলিতে পাথরের অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যায়।

চিকিৎসাঃ

পিরথলিতে পাথর হলে অস্লেপচারের মাধ্যনে পিরথলি কেটে ফেলে দেওয়া হয়। পেট না কেটে Laparoscopy যন্ত্রের সাহায্যে পেট ফুটো করে অস্ত্রোপচার করা যেতে পারে। পাশাপাশি,পিত্তনালীতে পাথর আটকে গেলে ERCP (ইআরসিপি) করে পাথর বের করে আনা হয়।

Laparoscopy করলে কি পুনরায় পাথর হওয়ার সম্ভাবনা থাকে?

Laparoscopy এর মাধ্যমে পাথরসহ সম্পূর্ণ পিওবলি কেটে ফেলা হয়। তাই এক্ষেত্রে পুনরায় পিত্তথলির পাথর হওয়ার সম্ভাবনা একেবারেই থাকে না। পিত্তথলি কেটে ফেললে খাবার হজম হবে কি? পিত্তথলি কেটে ফেলার পরেও যকৃত থেকে পিওরস ক্ষরণ অব্যাহত থাকে। তাই অস্ত্রোপচারের মাধ্যমে পিত্তথলি কেটে ফেলার ফলে খাবার হজমে দীর্ঘমেয়াদী কোন প্রভাব পড়ে না।

পিত্তথলির পাথর প্রতিরোধে করনীয়ঃ

পিথালিতে পাথর তৈরী হওয়ার ঝুঁকি কমাতে যেসব বিষয়ের দিকে খেয়াল রাখতে হবে, সেগুলো হলো- *পরিমিত খাদ্যাভ্যাস ও ব্যায়ামের মাধ্যমে ওজন নিয়ন্ত্রণ *অতিরিক্ত চর্বিজাতীয় খাদ্য পরিহার করা খুব দ্রুত ওজন কমানোর চেষ্টা না করা। *চিকিৎসকের পরামর্শ ব্যতীত দীর্ঘদিন যাবৎ জন্মনিয়ন্ত্রণ পিল না খাওয়া

ইমারজেন্সী এন্ডোস্কপি ইআরসিপি ব্যথামুক্ত কোলনস্কপি এবং সকল ধরনের ল্যাপারোস্কপির একমাত্র বিশেষায়িত ইউনিট। স্পেশালাইজ ইন্টারভেনশন এন্ডোস্কপি ইউনিট

Dr. Masfique Ahmed Bhuiyan

MBBS (DMC), BCS (Health) FCPS (Surgery)

Assistant Professor

Surgical Gastroenterology

Laparoscopic and Intervention Endoscopic Surgeon

Dhaka Medical College Hospital, Dhaka.

BMDC Reg: A-49785

MEMBERS OF SAGES (Society of American Gastrointestinal and Endoscopic Surgeons)

WEO (World Endoscopy Organisation)

ELSA (Endo-Laparoscopy Society Asia)

AMASI (Association of Minimal Access Surgeons of India)

SELSB (Society of Endo-Laparoscopic Surgeons of Bangladesh)

SOSB (Society of Surgeons of Bangladesh)

SPECIALIZED INTERVENTION ENDOSCOPY UNIT Health and Hope Hospital 4th Floor, 152/2/g Green Road, Phanthopoth, Dhaka-1205, Bangladesh Phone Number: 01310117406, 01317711059.01936427002 #ল্যাপারোস্কপি #কাদের_বেশি_হয়? #gallbladder_stone #dr #পিত্তথলির_পাথর_আসলে_কী? #dr_masfique_ahmed_bhuiyan #advance_laparoscopy_surgery #bangladeshi_best_laparoscopy #bdtop_laparoscopy_center #gallbladder_stone #remove_gallbladder #laparoscopic_surgeon_bd

Comments for this post are closed.